প্রবাস মেলা ডেস্ক: গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিভাগীয় এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার সেক্রেটারি জেনারেল এইচ এম আব্বাস আলী।
সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়া এবং মন্ত্রী পরিষদে যোগ দেওয়ায় হাজী আব্বাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বরিশাল বিভাগীয় এসোসিয়েশন অব সাউথ আফ্রিকাসহ দক্ষিন আফ্রিকার সকল প্রবাসীদের পক্ষ থেকে এ অভিনন্দন জানান। তিনি তাদের নতুন পদে সার্বিক সফলতা প্রত্যাশা করেন।