শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬আগস্ট বৃহস্পতিবার জাতীয় শ্রমিকলীগ কুয়েত শাখার উদ্যোগে কুয়েত সিটির রাজধানী হোটেলে আলোচনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা ফারুক এবং যুগ্ম সম্পাদক আবু তাহেরের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখা কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল গনি মামুন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে কুয়েত শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল,যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ নজরুল,কুয়েত শাখা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ করিম,শামশুল আলম,আব্দুল আলিম,শামিম আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দের মধ্যে বক্তব্য রাখেন হাসান, কামাল হোসেন, সাইদুল হক খান, ওমর ফারুক সহ অনেকে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা ও শোক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি সকল ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান। এ সময় শ্রমিকলীগের অসংখ্য নেতা কর্মী সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ কুয়েত শাখার বিভিন্ন পযায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও ১৫আগস্টের নিহত সকলের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।