হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
১লা আগস্ট, ২০২০। শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। শোকের মাসের প্রথম দিনের প্রথম প্রহরে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল এ মাসে। এ মাসেরই ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সেই হত্যাকাণ্ডকে ঘিরে জাতি আগস্ট মাসজুড়ে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের। যুক্তরাস্ট্র আওয়ামী লীগ পরিবারও গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে।