শিহাবুজ্জামান কামাল, লন্ডন, যুক্তরাজ্য: বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে সোমবার ২৬ নভেম্বর শেষ হল আল-কুরআন একাডেমী লন্ডন এর ৭ম ইসলামী বইমেলা। পূর্ব লন্ডনের এলএমসি হলে ছিল তিন দিনের এই বইমেলা। ২৪ নভেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় বইমেলার কার্যক্রম।
আল-কুরআন একাডেমী লন্ডন এর চেয়ারম্যান ডঃ হাফেজ মুনীর উদ্দিনের সভাপতিত্বে এবং টিভি ব্যক্তিত্ব ব্যারিস্টার রেজওয়ান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সায়ীদ, হাফেজ মাওলানা শফিকুর রহমান, ডঃ আব্দুল বারি, ডঃ আবুল কালাম আজাদ, কারী আশিকুর রহমান, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ডঃ কবির উদ্দিন, মাহি জলিল, কবি অধ্যাপক ফরিদ আহমদ রেজা, মাওলানা রেজাউল করিম, সাংবাদিক তাইসির মাহমুদ প্রমুখ।
বক্তারা আল-কুরআন একাডেমীর কর্ণধার ডঃ হাফেজ মুনীর উদ্দিনের এ মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এই বইমেলার মাধ্যমে বই প্রেমিকাদের মাঝে এক মিলনমেলার সূচনা হবে। আগামীতেও এ বইমেলা যাতে অব্যাহত থাকে, সে ব্যাপারে কবি, সাহিত্যিকসহ কমিউনিটির সবার সহযোগিতার আহবান জানান।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৭টা পযর্ন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে মেলা প্রাঙ্গন।
আল-কুরআন একাডেমীর চেয়ারম্যান ডঃ হাফেজ মুনীর উদ্দিন জানান, ইসলামী এই বইমেলার মাধ্যমে বই প্রেমিকদের মাঝে এক উৎসবমুখী পরিবেশের সৃষ্টি হবে। যারা বই প্রেমিক, ভালো বই পড়তে ভালবাসেন, তাঁরা এই বইমেলা থেকে তাঁদের পছন্দের বই ক্রয় করার সুযোগ পাবেন।
এবারের বইমেলায় লন্ডন, ঢাকা ও কলকাতার নামিদামি অনেক লেখকের মূল্যবান ইসলামী বই স্টলগুলোতে ছিল এবং ক্রেতারা সংগ্রহ করেন।
এছাড়া ছিল রকমারি বই ও পণ্যসামগ্রীর স্টল। মেলায় প্রকাশক, বিক্রেতা ছাড়াও বিলেতের অনেক সুনামখ্যাত লেখক, কবি, সাহিত্যিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বইমেলায় ছিল সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, ইসলামী ক্যালিওগ্রাফি কর্ণার ইত্যাদি।
শনিবার ২৪ নভেম্বর বেলা দেড়টায় শুরু হয় বইমেলায় উদ্ভোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ইসলামী স্কোলার ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শত শত দর্শনার্থী এবং বই প্রেমিক মানুষ উপস্থিত ছিলেন।
তিন দিনের ইসলামী বইমেলায় কমিউনিটির সব বয়সী মানুষের ছিল সরব উপস্থিতি।
সোমবার ২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টায মেলার শেখ পর্ব ছিল। আলকুরআন একাডেমীর চেয়ারম্যান ডঃ হাফেজ মুনীর উদ্দিনের সভাপতিত্বে এবং ম্যানেজার খায়রুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শফিকুর রহমান, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, মাওলানা রফিক আহমদ প্রমুখ। বিদায়ী বক্তব্যে ডঃ হাফেজ মুনীর উদ্দিন বইমেলায় আগত সকল দর্শনার্থী, স্টল, বিজ্ঞাপনদাতা এবং বইমেলা সফল করতে যারা সহযোগিতা করেন তাদের সবাইকে ধন্যবাদ ও তাদের শোকরিয়া জ্ঞাপন করেন। হাফেজ মাওলানা শফিকুর রহমানের মোনাজাতের মাধ্যমে ইসলামী বইমেলার কাজের সমাপ্তি হয়।