প্রবাস মেলা ডেস্ক: কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, আলোচনা, কমিটি গঠন ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর সংলগ্ন হাকিম চত্বরে সমাপনী দিনের সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি পর্বে নিবন্ধিত কবিরা কবিতা পাঠ করেন। বিকালে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতি : বাংলাদেশের কবিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক ছিলেন লেখক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগমের হাতে নগদ ৫০ হাজার টাকা এবং আবু সাঈদের ভাই আবু হোসাইনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর ঘোষক ও আবৃত্তিকার মেহেদী হাসান।
সমাপনী আসরে ১৩ সদস্যবিশিষ্ট কবিতা পরিষদের কমিটি ঘোষণা করা হয়। এতে তিন বছরের জন্য সভাপতি হিসেবে মোহন রায়হানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে রেজাউদ্দিন স্টালিনের নাম ঘোষণা করা হয়। এরপর আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের আবৃত্তি ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এবারের আসরে পর্দা নামে।
এর আগে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৫ ঘোষণা করেন মোহন রায়হান ও রেজাউদ্দিন স্টালিন। এতে কবিতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কবি মতিন বৈরাগী, শিশু সাহিত্যে কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন জুলফিকার হোসেন তারা।