প্রবাস মেলা ডেস্ক: লাক্স তারকা বিপাশা কবির। অন্যদিকে সাঞ্জু জন বেশ অনেক দিন ধরেই কাজ করে আসছেন চলচ্চিত্রে। সিনামার বাইরেও প্রায়ই তাদের দেখা যায় নানা মিউজিক ভিডিওতে। এই দুজনের মাঝে বেশ সক্ষতা।
করোনায় অন্যান্যদের মতো তারাও করেনি কাজ। সম্প্রতি ফের শুরু হয়েছে শুটিং। শুটিং শুরু হতেই দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন তারা। রোমান্টিক থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘সোলমেট’এ এক সাথে দেখা যাবে তাদের।
টানা শুটিং করে শেষ হলো ওয়েব ফিল্মটির কাজ। ঢাকা, বান্দরবন ও রাঙ্গামাটির বিভিন্ন লোকেশনে ওয়েব ফিল্মটির দৃশ্যায়ন শেষ হয়েছে।
ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা বাপ্পি খান। ওয়েব ফিল্মটির মূল ভাবনা পরিচালক বাপ্পি খানের নিজেরই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মণ্ডল।
নির্মাতা জানান, এটা আমার প্রথম ওয়েব ফিল্ম, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি। তাই শুরু থেকেই গল্প নিয়ে অনেকটা সময় দিয়েছি। যাদের কাস্ট করেছি তারা প্রত্যেকেই গল্প নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। সত্যি বলতে এ ধরণের গল্প নিয়ে আগে এখানে কাজ হয়নি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমাদের ক্যামেরা ক্লোজ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
রোমান্টিক থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম সোলমেট-এ বিপাশা-সাঞ্জু জন ছাড়াও আর থাকছেন ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিন আহমেদ।