হাকিকুল ইসলাম খোকন: অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, মহান নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় অবস্থিত শেরে বাংলার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মাজার চত্বরে শেরে বাংলা স্মৃতি সংসদ এবং মাজারের সামনে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরে বাংলা স্মৃতি সংসদের আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমীরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, শেরে বাংলার নাতি ফায়াজুল ইসলাম রাজু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আবদুল খালেক।
বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিলের পরিচালনায় আওয়ামী লীগ নেতা এম এ করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ শেরে বাংলার স্মৃতি চারণ করেন।