বিশ্ব নারী দিবসে উৎসর্গ
সৈয়দ খিজির হায়াত, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
বুঝতে হবে
কার মেয়ে গো
কোন সে মায়ের বেটী
জন্মদাতা শেখ মুজিবুর
জগত জুড়ে খ্যাতি।
তারই প্রজ্ঞা জ্ঞান গরিমায়
তিলে তিলে বড়
বাবার মত বিশ্ব মাঝে
খ্যাতি আছে তারও।
গণতন্রের মানসকন্যা
বাংলাদেশের মান
যার ঝুড়িঁতে জমা পরেছে
এক চল্লিশটি সম্মান।
বাবা দিছিল সেরা ভাষণ
বেটী দিল বিশ্ব আসন
সে যে আর কেহ না
বিশ্বের জানা
মানবতার মা
বাবার দেয়া নামটি তাহার
শেখ হাসিনা।