রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি এবং দ্বিতীয় বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ পর্তুগাল শাখার নেতৃবৃন্দ।
শনিবার নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন পর্তুগাল আওয়ামীলীগের নির্বাচন কমিশনার লিয়াজ উদ্দিন, হাবিবুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ শাহাজান, সভাপতি আবুল বাশার বাদশা, সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন, সহ- সভাপতি আবু হেনা চৌধুরী, মোহাম্মদ সেলিম সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রিপন, মেজবাউল আলম রিগেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, বিল্লাল রেজা, মাঈন উদ্দিন মাষ্টার, খোরশেদ আলম লিটন, এ্যাড: মাহবুব হোসেন, তোবারক হোসেন তপু, আক্তার হোসেন খোকন, মোহাম্মদ শাহিন, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, সাবেক সভাপতি শিবলু, জাহিদ হাসান সোহাগ, মিন্টু কুমার, লিকসান মিয়া, শাহীন দর্জি, আরিফ হোসেন সহ নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় নেতৃবৃন্দ বলেন, ত্যাগী নেতা-কর্মীর সমন্বয়ে আওয়ামীলীগ সত্যিকার অর্থে একটি আদর্শিক সংগঠনের পথে ধাবিত হওয়ার গতি আরও ত্বরান্বিত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় সক্ষম হবে বলে প্রবাসের এ সংগঠনের নেতা-কর্মীরা আশা করছেন। সেই সাথে বিগত দিনের ন্যায় আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদেরের হাত ধরে বাংলাদেশ আওয়ামীলীগ আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে অধম্য গতিতে এগিয়ে যাবে।