সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রবিবার ২৩ সেপ্টেম্বর স্থানীয় দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে লস এঞ্জেলেস ফেডারেল বিল্ডিং এর সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত সমাবেশে সভাপতি শামসুজ্জোহা বাবলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, সহ সভাপতি নিয়াজ মোহাইমেন, সাইফুল আনসারী চপল, আহসান হাফিজ রুমি সহ দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সভাপতি শামসুজ্জোহা বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, ৭৩ বছর বয়স্ক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্যাঁতস্যাঁতে নির্জন পরিবেশে একমাত্র কারাবন্দি হিসেবে আটকে রেখেছে। তিনি এরই মাঝে স্ট্রোক করে বা হাত ও পায়ে দুর্বলতাসহ নানাবিধ জটিল রোগে ভুগছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাকে যথাযথ চিকিৎসার সুযোগ না দিয়ে জেলে মেরে ফেলার চেষ্টা চালাচ্ছে। এদিকে গুম-খুন, জেল-জুলুমের ধারাবাহিকতায় বর্তমান সরকার গত কয়েক দিনে হাজার হাজার মিথ্যা কল্পিত মামলায় বিএনপি’র লক্ষ লক্ষ নেতা-কর্মীকে আসামি করে জেলে পুড়েছে। নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।