প্রবাস মেলা ডেস্ক: ‘আমার একুশ আমার অহংকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় আরডিইসি কনফারেন্স (আগারগাঁও) হলে হেড মাস্টার ভয়েস (এইচএম ভয়েস) ‘কথাসন্ধ্যা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনষ্ঠান উদযাপিত হয়েছে।
এইচএম ভয়েস এর সভাপতি শিমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি হাসান মাহমুদ, শাহনাজ পারভীন এবং শিমুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচএম ভয়েস এর সাধারণ সম্পাদক সালমান ফেরদৌস।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী, কবি নাসির আহমেদ, কবি সমরেশ দেবনাথ এবং শিক্ষাবিদ ও লেখক কৃষ্টি হাফিজ।
অনুষ্ঠানে কবি ও লেখক শেখ নজরুলের গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নীনা সামান্তা, মিজান মাহমুদ রাজীব, নাসরিন আক্তার বিউটি, রাশেদ উদ্দিন, নওরীন শরীফ শার্লিন, অপু আমান কিশোর দাস, সাজিয়া সুলতানা পুতুল, রন্টি দাস, আরিফ রহমান জয়, বিন্দিয়া খান, সুষ্মিতা দেবনাথ শুচি, মোহিত খান, আফসানা রুনা, পলাশ লোহ, শিরিন আক্তার, লিসা, এবং কে ডি উজ্জ্বল ।
বাচিকশিল্পীদের মধ্যে কবিতা পাঠ করেন শোয়েব শিবলী, রিমি, নাজমুল হুদা, সাবিরা মাহ্বুব, শারমিন সোমা, কানিজ পারিজাত জাকারিয়া তুষার, জেনিস আক্তার, আইরিন আফরোজ, প্রবীর গোপাল রায়, লাবণী জেসমিন, রেহানা রহিম শান্তা ইসলাম, শাহানা শাপলা, হুমায়ুন কবির রতন, কবি কামাল বারি ও টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি, কণ্ঠশিল্পী ও বাচিকশিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।