প্রবাস মেলা ডেস্ক: ‘তোলপাড়’ ছবির কাজ শুরু করেছেন নায়িকা শাকিবা বিনতে আলী। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।
এ প্রসঙ্গে শাকিবা বলেন, ছবিটির বেশকিছু অংশের কাজ আগে হয়েছে। এতে আমি প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছি। গল্পটি দারুণ। বউ সেজে অভিনয় করলাম। নতুন লুকে দর্শকরা আমাকে ছবিতে দেখতে পাবেন।
এ ছবিতে শাকিবার বিপরীতে সনি রহমান অভিনয় করছেন। এ ছবিতে আরো অভিনয় করছেন মুনমুন। বর্তমানে ছবির দ্বিতীয় লটের কাজ চলছে। আগামী ৪ আগস্ট থেকে পূবাইল ও তিনশ ফুটের রাস্তায় ছবির বাকি কাজ হবে।
শাকিবা ২০০৫ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ভণ্ডনেতা’ ছবির মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেন। তবে তার অভিনয়ে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আর এতে শাকিবার নায়ক হিসেবে অভিনয় করেন আমিন খান। এরপর তার অভিনীত ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টি ছবি মুক্তি পায়।
এরপর লম্বা বিরতি। এখন আবার নিয়মিত হতে যাচ্ছেন তিনি।