প্রবাস মেলা ডেস্ক: শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন এর আয়োজনে ১৩ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুভজনের উপদেষ্টামণ্ডলীর মধ্যে তিনজন একুশে পদকে ভূষিত হওয়ায় এবং দুজন বাংলা একাডেমী পুরস্কার পাওয়ায় শুভজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা হলেন নাট্যজন অধ্যাপক ড ইনামুল হক, কথাসাহিত্যিক অধ্যাপক ডাঃ আনোয়ারা সৈয়দ হক, সঙ্গীতপরিচালক শেখ সাদী খান, কবি কাজী রোজী এবং শিশুসাহিত্যিক আসলাম সানী। একই অনুষ্ঠানে শুভজনের পৃষ্ঠপোষক মোঃ শাহিদ উল মুনীর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি এবং শুভজন সভাপতি নইম হাসান ভুইয়া বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণীজন জন্মায় না। শুভজন আজ আমাদের দেশের কয়েকজন বিশিষ্ট গুণী মানুষের সম্মান জানানোর যে আয়োজন করেছে তা অবশ্যই প্রশংসনীয়। শুভজন দেশের শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশের পাশাপাশি নানারকম মানবিক এবং সামাজিক কাজও করে থাকে বলে আমি জানি। এ জন্য তাদের প্রতি আমার অভিনন্দন।
শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুভজনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার জয়ন্ত ভট্টাচার্য।
সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । শুভজনের নিজস্ব শিল্পিদের অংশগ্রহনে এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী বিডি হৃদয়, সাবরিনা সুলতানা সাফা, জুয়েল জয়, শিল্পী, আজহারউদ্দীন ও শিশুশিল্পী প্রত্যয়। কবিতা আবৃত্তি করেন কবি নিপা চৌধুরী, ইশরাত মিতু, রেহান রুবেল, নুরুন নেওয়াজ রানা এবং তরুণ রাসেল ।