আবু তাহের মিয়াজী
দোহা, কাতার
শীত এসেছে শিশিরমেখে শুকনো পাতার সনে,
আসছে ধেয়ে আসছে বুঝি সবুজ পাড়ায় বনে।
শীত এলো তাই রসের হাঁড়ি খেজুর গাছে ঝুলে,
সেই রসেতে পিঠা হবে ভাবলেই মনটা দোলে।
শীত আসিলে গাঁওজুড়ে যায় পরে যায় সাড়া,
পিঠা হাতে গাঁয়ের বধু,আনন্দে মাতে পাড়া।
সবুজ মাঠে সরসে ফুলে অবাধ ঘোরাঘুরি,
ভ্রমরগুলো মধুর খোঁজে করছে উড়াউড়ি।
মিষ্টি লাগে রোদ পোহাতে লাগে অনেক ভালো,
উঠোন জুড়ে আড্ডা জমে প্রাণে জ্বলে আলো।
ঘাসের ডগায় শিশিরবিন্দু নব আলোর ভোরে,
শিউলি তলায় রোজ সকালে ছেলে-মেয়ে ঘুরে।
শীত আসিলে ধনীর ঘরে পোশাক-কম্বল সাজ,
গরীব-দুঃখীর নয়ন ভেজা নেইতো কারুকাজ।
ছেঁড়া কাঁথায় শীত মানে না উম আসে না মোটে,
গরীব দুঃখীর মুখে হাসি কেমনে তবে ফোটে।