কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য খুব শ্রীঘই খুলে দেয়া হবে। ২৮ এপ্রিল, ২০২০ মঙ্গলবার সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য সৌদিআরবে পবিত্র ওমরাহ সহ সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল।এমনকি সৌদিআরবে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সৌদিআরবের পবিত্র দুই মসজিদ মক্কা মসজিদুল হারামে ওমরাহ ও মদিনা মসজিদে নববীর জিয়ারত এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বন্ধ ঘোষাণা করা হয়।