প্রবাস মেলা ডেস্ক: ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র সভাপতি হিসেবে দুবার দায়িত্ব পালন করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। এবার নিজের সেই সংগঠনকেই ভুয়া বলে মন্তব্য করেছেন তিনি। ২৯ জুন ২০২২, বুধবার সংবাদমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন তিনি।
এ সময় শাকিব খান বলেন, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে সরকারকে শক্ত হতে হবে। যত ধরনের সমিতি আছে, সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে। এটা কাজের জায়গা, এখানে কোনো সমিতি, পলিটিকস বা নির্বাচন থাকতে পারবে না। যারা এসব করতে চায়, তারা এফডিসির বাইরে গিয়ে করবে।
তিনি আরও বলেন, ‘ওই ‘ভুয়া সংগঠনের’ (শিল্পী সমিতি) দুবারের সভাপতি তো আমিও ছিলাম। এখন আমার উপলব্ধি হয়েছে, এসব করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। শিল্পীরা কাজ করতে চান, তাদের কাজ করতে দিতে হবে।’
এদিকে স্বপ্নপূরণের পথে অনেকটাই এগিয়ে গেছেন শাকিব খান। ঢালিউড এই সুপারস্টারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে গুঞ্জন উঠেছে আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন শাকিব খান। গ্রিন কার্ড পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ২০২১ সালের নভেম্বরে দেশ ছাড়েন ঢালিউডের এই শীর্ষ নায়ক।
আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য নিয়ম মেনে সেখানে প্রায় আট মাস ধরে বসবাস করছেন। অবশেষে পেলেন গ্রিন কার্ড এমন খবর চাউর হয়েছে।
তবে ইউএসএ ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে, শাকিব খান গ্রিন কার্ড পাননি। তবে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য শাকিব যে আবেদনটি করেছেন সেটা গৃহীত হয়েছে। তবে গ্রিন কার্ড এখনো শাকিব খান হাতে পাননি। এ কার্ডটি পেতে শাকিব খানকে পেরোতে হবে আরও কয়েকটা ধাপ।
গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। কিন্তু গ্রিন কার্ডের জন্য শাকিব খান দেশে না থাকায় অংশ নিতে পারেননি সিনেমাটির প্রচারণায়। তবে এবার দেশে ফিরে নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। সিনেমাটির মহরত হয়েছিল নিউইয়র্কে। এতে তার বিপরীতে রয়েছেন এক মার্কিন অভিনেত্রী।