মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সীতাকুন্ড পৌর সদরের প্রাইভেট কার চালক আমিরাবাদ নিবাসী নুরুল গনি শিমুল হত্যাকারীদের দ্রুত ফাঁসীর দাবীতে মানববন্ধন করেছে মাইক্রোকার চালক সমবায় সমিতি ও সাধারণ মানুষ। ১৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় পৌর সদর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজাদ, অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দীন, নিহত কার চালক শিমুলের মা ছেনোয়ারা বেগম, বোন রাজিয়া সুলতানা প্রমুখ।
মানববন্ধনে তারা অভিযোগ করেন গত শুক্রবার সন্ধ্যায় চারজন যুবক চমেক হাসপাতালে রোগী দেখতে যাবার কথা বলে নুরুল গনি শিমুলকে ভাড়ায় মাইক্রোকার স্ট্যান্ড থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। কর্নেল হাট এলাকায় গিয়ে তারা শিমুলকে হত্যা করে গাড়ী ছিনতাই করার চেষ্টা করে। চট্টগ্রামের কাট্টলী ঈষান মহাজন সড়ক হয়ে বেড়ীবাঁধে নিয়ে গিয়ে লাশ ফেলার সময় দুই হত্যাকারী স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। দুই হত্যাকারীসহ পরে আরো এক হত্যাকারীকে গ্রেফতারে পুলিশ সক্ষম হন। ধৃত আসামীদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসীর কাস্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবী জানান মানববন্ধনে অংশ নেয়া হাজারো চালক শ্রমিক জনতা। নুরুল গনি শিমুল হত্যার বিচার হলে আর কোন ছিনতাইকারী এমন ঘটনা ঘটাবার সাহস পাবে না বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।