বিপ্লব গোস্বামী:
শিক্ষার কোন বিকল্প নাই
শিক্ষাই হলো মূল,
মূর্খ যারা বুঝছে তারা-ই
করেছে কত ভুল।
চোখ থাকতে অন্ধ যে তারা
ঠকছে পদে পদে,
বড়লোকের অবহেলায়
নীবরেতে-ই কাঁদে।
কৃষি, উদ্যোগ,বাণিজ্য কিংবা
রাজনীতি, অর্থনীতি;
খেলাধুলা,আনন্দ-বিনোদন বা
সঙ্গীত বা সংস্কৃতি।
সব কিছুতেই শিক্ষার দরকার
শিক্ষার নাই বিকল্প,
সময় থাকতে শিক্ষা নাও ভাই
হোক বেশি কিংবা অল্প।