বিপ্লব গোস্বামী:
একবর্ষ কাল হয়ে গেল
স্কুলে যাওয়া বন্ধ,
অভুতপূর্ব অবিস্মরণীয়
হায়রে কপাল মন্দ !
জানি না এ মারণ ব্যাধির
অন্ত হবে কবে,
এক সাথে মোরা মিলেমিশে
স্কুলে যাবো সবে।
সহপাঠী আর বন্ধুর সাথে
কবে যে হবে মিল,
হাসি-খুশি মনের কথা সব
করব যে শামিল।
জানি না আবার কখন
ফিরবে খুশি-হাসি,
স্কুলে গিয়ে লিখব-পড়ব
বসব পাশাপাশি।
জানি না এর অন্ত কোথায়
কি হবে শেষ পরিণতি,
শান্তি আসুক, ত্রাস মিটুক
ঈশ্বরে এটাই মিনতি।