রাকেশ রহমান: দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমরা প্রবাসীরা থাকলেও আমরা কিন্তু প্রতি নিয়ত দেশের প্রতিভালোবাসায়ই দেশের ঐতিহ্য বুকে লালন করে আমাদের সময় গুলো অতিবাহিত করছি।
ইউরোপ ঘুরতে ঘুরতে এবার দেশের ঐতিহ্যের চর্চায় লালিত একটি অনুষ্ঠান দেখতে হাজির হয়েছছিলাম লন্ডনের ওয়ার্ডফোড হিলটন হোটেলের ওডিটোরিয়ামে। আমরা দূর থেকে অনেকেই মনে করি প্রবাসে বিভিন্ন পেশায় যারা আছেন তারা নিজেদের নিয়েই অনেক বেশি ব্যাস্ত দেশ নিয়ে ভাববার তাদের সময় কোথায়। আসলে এই ধারনাগুলো একেবারেই ভুল কারন প্রবাসীরা শত কাজের ফাঁকেও দেশে ঐতিহ্যে তাদের জীবন অতিবাহিত করতে ব্যাকুল থাকেন ।
১ সেপ্টেম্বর ২০১৮ লন্ডনের ওয়ার্ডফোড হিলটন হোটেলের ওডিটোরিয়ামে হয়ে গেল BMS (Bangladesh Medical Society) এর ২২তম বার্ষিক সভা দুই দিন ব্যাপী এই সভার চমক ছিলো সন্ধ্যায় মঞ্চ নাটক।
যেই নাটকের অভিনয় করেছেন ডাক্তাররা এবং তাদের পরিবারের সদস্যরা । এই নাটকের অভিনয়ের জন্য তারা দীর্ঘ সময় ধরে চর্চা করেছেন। সত্যি বিভিন্ন রকম দেশিয় ঐতিহ্যের অনেক অনুষ্ঠান দেখেছি গোটা ইউরোপ ধরে তবে এই অনুষ্ঠানের মতন এতসুন্দর নাটক আমি দেশের বাইরে দেখিনী।বেশিরভাগ ডাক্তাররাই ছিলেন প্রবীন যাদের বিদেশ জীবনই প্রায় ৪০ বছরের উপরে। সুদীর্ঘ এত বছর প্রবাসে থেকেও তারা দেশের আমেজে পথ চলেছে নতুন প্রজন্মকে আগ্রহ দিবে দেশের সম্পর্কে ।
BMS এর বার্ষিক সভায় ড. মো. রফিকুল হাসান খানকে প্রেসিডেন্ট ও ড. মো. সেলিমুজ্জামান খানকে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
BMS তাদের ২২ তম বার্ষিক সভা উপলক্ষে একটি স্বরণিকা বের করেছে। সবকিছু মিলিয়ে চমৎকার একটি সন্ধ্যা অতিবাহিত হয়েছে প্রবাসী ডাক্তারদের BMS এক অনুষ্ঠানে।
আশাকরি আমরা যে যেখানেই থাকি না কেন দেশের ঐতিহ্য তুলে ধরে দেশপ্রেমের বহিঃপ্রকাশ করে নতুনপ্রজন্মের কাছে কিছু উদাহরন রেখে যাবো।