প্রবাস মেলা ডেস্ক: বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ের ছোট ও বড় পর্দার অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা। সিনেমা, নাটক, বিজ্ঞাপনী মডেল এবং মিউজিক ভিডিওতে বেশ সফলতার সাথেই এগিয়ে চলছেন। দর্শকপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন আজ। ‘প্রবাস মেলা’ পরিবারের পক্ষ থেকে গুণী এই অভিনেত্রীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
উল্লেখ্য, এ প্রজন্মের অভিনেত্রী শিউলী শিলা ইউনিসেফের দুটি তথ্যচিত্রে অভিনয় করছেন । এরই মধ্যে এসব তথ্যচিত্রের কাজও তিনি সম্পন্ন করেছেন বলে জানা যায়। তিনি জানান, মা ও শিশুর পুষ্টিকর খাবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধীদের ভাতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অসহায় ও এতিম শিশুদের জন্য এতিমখানা বিষয়ে দৃষ্টি আকর্ষণসহ আরও বেশ কয়েকটি সমাজ সচেতনতা বিষয় নিয়ে তথ্যচিত্রগুলো নির্মিত হয়েছে। এগুলো নির্মাণ করছেন সাইফুদ্দিন ও মনিরুজ্জামান। এসব কাজের পাশাপাশি ঈদের নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে শিউলি শীলা বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিনয়ের দুনিয়ায় আমার পদচারণা। পেশা হিসাবে অভিনয়কেই বেছে নিয়েছি। আগে যখন কাজ করেছি, বুঝে শুনে কাজ করিনি। কিন্তু এখন বুঝে শুনে কাজ করার চেষ্টা করছি। ইউনিসেফের কাজগুলো দারুণ।’