হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৯৯০ সালের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বৈরাচারবিরোধী ছাত্রগণআন্দোলনের অন্যতম নেতা শাহে আলম স্বস্ত্রীক গত ৭ জুলাই কানাডার টরন্টোতে আগমন করেন। তিনি বর্তমানে বরিশালের ২ (বানরীপাড়া ও উজিরপুরের) সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা।
সাংসদ শাহে আলম কানাডা ছাড়াও আমেরিকার নাভাদা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া ও ইউটাহতে ১৭ জুলাই থেকে এবং পরবর্তীতে ২০ জুলাই থেকে নিউইয়র্ক ও নিউজার্সীতে চারদিন অবস্থান করে লন্ডনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন ২৪ জুলাই।
তিনি বন্ধুবান্ধব, স্বজন ও শুভানুধ্যায়ীদের সাথে সময়াভাবে যোগাযোগ করতে না পারার দুঃখ প্রকাশ করেছেন।