প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার এর হাতে প্রবাস মেলা। ২৮ আগস্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে শুভেচ্ছা বিনিময়কাল মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, পাক্ষিক প্রবাস মেলা’র সৌদিআরব, রিয়াদ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
পত্রিকা পেয়ে নির্বাহী অফিসার শিরীন আক্তার প্রবাস মেলা’র কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং এর সাফল্য কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল, মোঃ মাসুদ আলম, সাংবাদিক দীন মোহাম্মদ মুন্না সহ উপজেলা কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।