প্রবাস মেলা ডেস্ক: ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর এডিস মশা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে – আলোর পথে নাটকের মহড়া ঠাকুরবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর রচনা ও নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জাহাঙ্গীর আলম হৃদয়, কামরুজ্জামান সবুজ, এরশাদ আলম বেপারী, সিদ্দিকুর রহমান নয়ন, মোঃ আখের, আরমান হোসেন, মৌসুমি, মমতাজ বেগম প্রমুখ।
মঞ্চ ব্যবস্থাপনায় শিল্পী আতাউর রহমান, রৌশন আরা বেগম, হিয়া দে, স্বরনালী চক্রবর্তী, মোঃ জসিম উদ্দিন।
শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর সভায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে নাটক পরিবেশন করবে অপরূপা নাট্যগোষ্ঠী।
১৯৯৬ সাল থেকেই এই সংগঠনটি সরকারি ও বেসরকারি ভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে। আজবদি সরকারি ভাবে কোন প্রকার সহযোগিতা পায়নি সংগঠনটি। সরকারি ভাবে সহযোগিতা পেলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আরও বেশি করে কাজ করা সম্ভব হত বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।