মো: জাহাঙ্গীর আলম হৃদয়: নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ জুলাই বুধবার বেলা ৪ টায় শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর ক্ষুদে গান রাজ আরমান হোসেনের একক সংগীত সন্ধ্যা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয় এর সভাপতিত্বে – সাংবাদিক ফয়েজ আহমেদ ও সংগঠনের সাধারন সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড, এম আনোয়ার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ন কবির, সুচিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অপরুপা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার মো: আবদুস সাত্তার পিপিএম (বার), দামড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, অপরুপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন – শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর – সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক রকি সাহা, দপ্তর সম্পাদক এরশাদ আলম বেপারি, মহিলা বিষয়ক সম্পাদক অন্তরা সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিত সরকার জয়, সদস্য আরিশা নুর।
মিউজিসিয়ান হিসেবে ছিলেন – সংগীতশিল্পী প্রশিক্ষক ভীরেন সাহা, বিপ্লব কুমার সরকার, কামাল হোসেন।
অনুষ্ঠান সহযোগিতায় শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মফিজুল ইসলাম মেম্বার।