লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি, চাঁদপুর: মেহের ডিগ্রী কলেজ আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে দর্শক মাতালেন অপরূপা নাট্যগোষ্ঠীর ক্ষুদে গান রাজ শিল্পী আরমান হোসেন। এসো হে বৈশাখ এসো এসো, ভালোবাসায় জেগে উঠুক প্রাণ এই স্লোগান কে সামনে রেখে চাঁদপুর শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহের ডিগ্রী কলেজ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতালেন অপরূপা নাট্যগোষ্ঠীর সহ প্রচার সম্পাদক ক্ষুদে গান রাজ সংগীতশিল্পী মোঃ আরমান হোসেন।
তার গানের তালে তালে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীরা সহ অনুষ্ঠানে আগত স্থানীয় সবাই নেচে গেয়ে আনন্দ উল্লাস করতে থাকে। দীর্ঘ দিন পরে উন্মুক্তভাবে পহেলা বৈশাখ ১৪২৬ কে ধর্ম, বর্ণ সব কিছু ভুলে সবাই মেতে উঠে আনন্দে।
পহেলা বৈশাখের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী।
মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মেহের ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রাহুল বাবু, কবিরুল ইসলাম মজুমদার, শিক্ষক আবদুল হান্নান, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক জয় জিত সরকার জয় সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।