মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে অসুস্থ চাঁদপুর শাহরাস্তির প্রবাসী আবদুর রহিম। পিতা আলতাফ আলী, গ্রাম সেনগাও, পৌর মেহের উত্তর ইউনিয়ন দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন বলে ১৩ অক্টোবর শনিবার তাজুল ইসলাম সূত্রে জানা যায়।
শাহরাস্তির আবদুর রহিম প্রায় ১৮ বছর ধরে প্রবাসে কাজ করে যাচ্ছেন। গত ৩ মাস যাবত তিনি অসুস্থজনিত কারনে কাজ করতে পারছেনা, মানবেতর জীবনযাপন করছেন।
এই ব্যাপারে শাহরাস্তির বলশিদের তাজুল ইসলাম সহ একই মালিকের অধীনে কর্মরত অন্য প্রবাসীরা বলেন, অসুস্থ আবদুর রহিমকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য দেশে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
কিন্তু আবদুর রহিম সৌদি নাগরিক আবু রেহান গাহতানি মালিকের রিয়াদ হারাজ মজলিসের দোকানে কাজ করার সময় অর্থ আত্মসাৎ করার দায়ে আবহা থানায় অভিযোগ করেন, একইভাবে ৩০ জন ব্যবসায়ীকে মাল দেয়ার নামে টাকা নিলেও তাদের মাল না দেয়ায় তারাও রিয়াদ ইমারায় অভিযোগ করেন। তাজুল ইসলাম বলেন, মামলাগুলো শেষ না হওয়া পর্যন্ত অসুস্থ শাহরাস্তির আবদুর রহিমকে দেশে পাঠানো সম্ভব নয়।
এ ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চাইবেন বলেও তিনি জানান।