মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ কালচারাল মিশন আয়োজিত শারজাহ মাম রেষ্টুরেন্ট এর আল মদিনা হলরুমে ঈদ উৎসব অনুষ্ঠানে ফ্যাশন শো, নৃত্য ও গানে অংশগ্রহণকারী শিল্পীদের প্রশংসা পত্র প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মাহাবুব হাসান হৃদয় এর পরিচালনা ও বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব অধ্যাপক এম এ ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সেক্রেটারী নুর মোহাম্মদ সিআইপি।

বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, কমিউনিটি ব্যাক্তিত্ব মুনছুর ছবুর, আবুল কাশেম, নুরুল আলম, ইয়াকুব সৈনিক, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, জাবেদ আহাম্মেদ মাসুম, শেফালী আক্তার আঁখি, মোহাম্মদ সিরাজ উদদৌল্লাহ, জাহাঙ্গীর আলম রুপু, ইমাম হোসেন জাহিদ পারভেজ, ফাইজুল আহাম্মেদ, বর্ন্যা, দিবা, সামসুন নহার স্বপ্না ও নিশু।
বক্তারা বলেন, বাংলাদেশ কালচারাল মিশন এর আয়োজন তাদের ধারাবাহিকতা রক্ষা করে যাবে প্রাবসীদের জন্য।
এই সময় অতিথি শিল্পীরা বাংলাদেশিদের এমন আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দ ও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।