লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক কুলাউড়া বিআরডিবি এর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক ফজলুর সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে কুলাউড়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের পক্ষ থেকে গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার আরব আমিরাতের শারজাহে এই সংবর্ধনা সভায় ছিলো প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতি।
কুলাউড়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা সাবেক সিআইপি আশিক মিয়া ।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, উপদেষ্টা হাজী আব্দুল হামিদ, প্রধান পৃষ্টপোষক নজরুল ইসলাম তালুকদার লিটন, উপদেষ্টা হাজী লোকমান হোসেন আনু, পৃষ্টপোষক সাহেদ আহমদ নূর, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জি এম জায়গীরদার, যুগ্ন সম্পাদক হুমায়ুন কবীর, সহ সম্পাদক সালেহ আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান।
আরো বক্তব্য কুলাউড়া সমিতির সিনিয়র সহ সভাপতি ইলিয়াস আমির আলী, সহ সভাপতি রেজাউর রহমান রাজ্জাক, মো. মাসুদ আলী, আবু সারোয়ার তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইসমত আলী, জুড়ি ওয়েলফেযার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আমিন হাসান খান, কুলাউড়া সমিতির সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ খান ইরন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুন হাসান নাছির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবের আহমদ, সদস্য রুবেল হুসাইন, দেলোয়ার হোসাইন এনাম, রুবেল আহমদ, জানে আলম, জসীম আহমদ, আসীদ আলী সহ অনেকে।
এ সময় সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুত্বেই কোরআন তেলাওয়াত করেন কুলাউড়া সমিতির ধর্ম সম্পাদক ক্বারী আবু রুকিয়ান। স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুহুল।
দোয়া পরিচালনা করেন কুলাউড়া সমিতির উপদেষ্টা মাওলানা সাদিকুর রহমান চৌধুরী।