প্রেস বিজ্ঞপ্তি: দক্ষিণ এশীয় নেটওয়ার্ক ‘ডয়েনস অব পীস’ কর্তৃক আয়োজিত একটি ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান আগামী ০৯ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিজয়ী দুই প্রতিযোগীকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
‘তোমার হাতেই ভবিষ্যৎ’ শীর্ষক এই প্রতিযোগিতাটি গত ১০ আগস্ট দক্ষিণ এশিয়ার আটটি দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে সাংগাত (Sangat), নিজেরা করি, এ.এল.আর.ডি. (ALRD) ও বহ্নিশিখা-সহ একাধিক সহযোগী সংস্থার তত্ত্বাবধানে এটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে খুশী কবির (উপদেষ্টা, সাংগাত এবং সমন্বয়কারী, নিজেরা করি’র পক্ষে), বিপাশা সাইদ মীম (আঞ্চলিক সমন্বয়ক, সাংগাত) এবং সোহানা আহমেদ (সমন্বয়ক, সাংগাত বাংলাদেশ) এক বিবৃতিতে জানিয়েছেন, এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে দুজন প্রতিযোগী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাদের এই বিশেষ অর্জনকে স্বীকৃতি জানাতে এবং তাদের আরও উৎসাহিত করার জন্য চারটি সহযোগী সংস্থার উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানটি ০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ১০১ নং মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এবং শান্তি ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে বক্তব্য রাখবেন।