প্রবাস মেলা ডেস্ক: গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার ছিলো এসময়ের জনপ্রিয় উপস্থাপিকা, অভেনেত্রী এবং মডেল শান্তা রহমান এর শুভ জন্মদিন। এ উপলক্ষ্যে ঐদিন সন্ধ্যায় ঢাকার বনানীস্থ গিটার স্ট্রিং রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকেই একে একে সংস্কৃতি অঙ্গণের বিভিন্ন শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে জড়ো হন। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান পত্রিকার উপদেষ্টা, টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ। এসময় উপস্থিত ছিলেন প্রবাস মেলা পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু, কন্ট্রিবিউটর নকশী তাবাস্সুম।

উল্লেখ্য, শান্তা রহমান একজন পরিশ্রমী, প্রতিশ্রুতিশীল মিডিয়াকর্মী। পড়াশোনার পাশাপাশি উপস্থাপনায় নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করছেন তিনি। বিভিন্ন টিভি চ্যানেলে তিনি ব্যবসা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে শান্তা চ্যানেল আইতে চারটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। অনুষ্ঠানগুলো হলো – তারকা কথন, খোলা আকাশ, টু দ্য পয়েন্ট ও শিল্পলোক। এরমধ্যে তারকাদের সাক্ষাৎকার বিষয়ক ‘তারকা কথন’ অনুষ্ঠানটি দর্শকশ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে তিনি খুব শীঘ্রই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে তরুণ উদ্যোক্তাদের নিয়ে একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন যেখানে তাদের ব্যবসাকে দর্শকের সামনে তুলে ধরা হবে। এ অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হবে বলে তিনি জানান। এর পাশাপাশি একটি রেডিও চ্যানেলেও ব্যবসা বিষয়ক অনুষ্ঠান সঞ্চালনায় তাকে দেখা যেতে পারে । শান্তা রহমান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়ন করছেন।