প্রবাস মেলা ডেস্ক: লেখক, গীতিকার ও গবেষক শাকির দেওয়ান রচিত গান নিয়ে ’শাকির দেওয়ানের গান’ শীর্ষক অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন ।
সম্প্রতি লেজার ভিশন কার্যালয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী দিলরুবা খান, সময় টিভির তথ্য প্রযুক্তি ও সম্প্রচার প্রধান সালাউদ্দিন সেলিম, লেজার ভিশন চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, গীতিকার শাকির দেওয়ান এবং সংশ্লিষ্ট শিল্পীবৃন্দসহ মিডিয়া ব্যক্তিবর্গ।
আধুনিক, মরমী ও বিচ্ছেদী গান নিয়ে সংকলিত অ্যালবামের গানসমূহে কন্ঠ দিয়েছেন সঙ্গীতজ্ঞ ও সুরকার আতিকুর রহমান, আরিফ দেওয়ান, অণিমা মুক্তি গোমেজ, পূর্ণচন্দ্র রায়, ফারহানা নিপা, আজাদ দেওয়ান মুক্তি, সাগর দেওয়ান, মোকলেস দেওয়ান এবং চ্যানেল আই-আড়ং বাংলার গান চ্যাম্পিয়ন শারমিন।
উল্লেখ্য, অ্যালবামের গানগুলো পর্যায়ক্রমে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।