প্রবাস মেলা ডেস্ক: কথায় আছে, ‘গুণীর কদর একমাত্র গুণীরাই দিতে জানেন’ সেটা আবারও বুঝিয়ে দিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি সুপারস্টার শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ার, শ্রম ও ত্যাগের বিষয়টি প্রকাশ্যে এনে বলেছেন, এদেশে শাকিবের অবস্থান এত দুর্বল নয়। একটি গণমাধ্যমে শাকিবকে বিশ্লেষণ করে মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন একসময়কার সাড়া জাগানো অভিনেতা মাহফুজ। তার এই মন্তব্য শুনে শাকিব খান ও মাহফুজ আহমেদের শুভাকাঙ্ক্ষীরা বলছেন, গুণীর কদর গুণীরা ঠিকই দিতে জানেন।
শাকিব খান প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, শাকিবের শিকড় অনেক গভীরে। বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে শাকিবের বিকল্প কবে আসবে আমি ঠিক জানি না। সে এদেশের সিনেমার আশীর্বাদ। এই সত্যি কথাটা সবাইকে স্বীকার করতে হবে। এখানে পেঁচানোর কোনো সুযোগ নেই। শাকিবের সঙ্গে দীর্ঘদিন ধরে আন্তরিক সম্পর্ক মাহফুজ আহমেদের। প্রায় নয়বছর পর তিনি ‘প্রহেলিকা’ ছবির মাধ্যমে গেল ঈদে কামব্যাক করেছেন। তার বড়পর্দায় ফেরায় উচ্ছ্বসিত হয়ে শাকিব ‘ওয়েলকাম’ জানিয়ে বলেছিলেন, আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।
শাকিব খান প্রসঙ্গে মাহফুজ তার মূল্যায়নে বলেছেন, যখন শাকিবের সঙ্গে কথা হয় তখন সে জানায় গদবাঁধা ফরম্যাটের ছবিগুলো থেকে বেরিয়ে আসতে চায়। ‘প্রিয়তমা’র আগে থেকে শাকিব এই প্ল্যান করে আসছে। মানুষ বুঝতে পারেন না, কিন্তু সে প্ল্যান করে চলে। তার সঙ্গে কথা বলে বুঝতে পারি, আগামী পাঁচ বছর শাকিব খানকে দর্শকরা নতুনভাবে দেখবে। সে জানে কখন তাকে কীভাবে উপস্থাপন করতে হবে। সে কত ভালো একজন অভিনেতা সেই প্রমাণও দর্শক পাবে। অনেকেই বলে শাকিব তো নায়ক, সে অভিনয়ের কী জানে? এটা একদমই ভুল কথা। কোনো বিতর্ক নেই শাকিব শাকিবই!
মাহফুজ আহমেদ আরও বলেন, এখন যারা ভালো পরিচালক তাদের হাতে পড়লে মানুষ বুঝবে শাকিব কোন লেভেলের অভিনেতা। আসলে তাকে দিয়ে যেটা করানো হচ্ছে সে তাই করছে। তার মানে এই নয় যে, শাকিব খারাপ অভিনেতা। শাকিবকে নিয়ে অযথা সমালোচনা করে বোকারা। তাকে নেগেটিভ বলার কোনো সুযোগ নেই। সে তার জায়গায় প্রমাণিত। তাকে নিয়ে যে বাজে কথা বলবে তাকে ভাবতে হবে সে কি তার অবস্থানে প্রমাণিত? ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মাহফুজ আহমেদ। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন অপি করিম। শহরের বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদের গুম হয়ে যাওয়ার গল্পে শাফায়েত মনসুর রানার পরিচালনায় ‘অদৃশ্য’ নামে সিরিজটি ৫ অক্টোবর হইচই-তে মুক্তি যাবে।