প্রবাস মেলা ডেস্ক: দিন কয়েক আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এসেই তোড়জোড় শুরু করেছেন নতুন কাজের। ঢাকাই পা রেখেই জানিয়েছিলেন, শিগগির শুরু করতে চলেছেন নিজের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মসের ব্যানারে নতুন ছবি।
সেই ধারাবাহিকতায় ২১ আগস্ট ২০২২, রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যান এই ঢালিউড তারকা। যাওয়ার উদ্দেশ্য, ২০২১-২২ অর্থ বছরে সরকারী অনুদানের ছবির ‘মায়া’র (সম্ভাব্য নাম) যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। এই ছবির জন্য শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসকে দেওয়া হয়েছে ৬৫ লাখ টাকা অনুদান।
রবিবার চুক্তি স্বাক্ষর ও অনুদানের তিনভাগের একভাগ অর্থ শাকিব খানের হাতে তুলে দেওয়া হয়। যাবতীয় আনুষ্ঠানিকতার ফাঁকে শাকিব খানের সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ হয়। এ সময় মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
জানা যায়, শাকিব খানকে আরও ভালো ভালো সিনেমা করতে উৎসাহ দিয়েছেন মন্ত্রী। সেই সঙ্গে সিনেমার উন্নয়নে মন্ত্রী সবসময় শাকিব খানকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি সিনেমা ও সারাদেশের প্রেক্ষাগৃহ নিয়ে মন্ত্রী ও দেশ সেরা নায়ক দীর্ঘসময় ধরে বিভিন্ন আলোচনা করেন।
পরবর্তীতে শাকিব খানকে নিয়ে মন্ত্রী হাছান মাহমুদ ক্যামেরা বন্দী হন। নিজের ফ্যান পেজে সেই ছবি পোস্ট করে মন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সিনেমার বিখ্যাত অভিনেতা শাকিব খানের সঙ্গে। শাকিব খান সেই ছবি নিজের পেজে শেয়ার করেছেন। লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’
শাকিব খানের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে ‘মায়া’ নির্মিত হবে। ছবিটি হিমেল আশরাফের পরিচালনা করার কথা রয়েছে। নায়িকা থাকবেন পূজা চেরী।