প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিল ও নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ইউরোপ সময় দুপুর ৩টা, যুক্তরাজ্য সময় দুপুর ২টা, বাংলাদেশ সময় রাত ৮টায় জাতীয়তাবাদী আন্দোলনের নারী নেতৃদের এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভার সার্বিক তত্ত্বাবধান ও উদ্বোধন করবেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী আফরোজা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বীরমুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জনাব মাহিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, শিরিন সুলতানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি, হেলেন জেরিন খান, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদিকা, শাম্মী আক্তার সাবেক এমপি, বিলকিস ইসলাম, সাবেক এমপি, এডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, সাবেক এমপি সহ অন্যান্য নারী নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন সভার আয়োজক মমতাজ আলো, সভানেত্রী জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফ্রান্স বি এন পি ।
উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় থাকবেন অস্ট্রিয়া বিএনপির মাসুদুর রহমান।
জুম মিটিং এ জয়েন্ট করার জন্য নিচে লিংক দেওয়া হলো:
Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/89676325473?pwd=ck5JWFdGU2JHZXVSeFUrNE9CWVRjdz09
Meeting ID: 896 7632 5473
Passcode: 390497