প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রান্স বিএনপির উদ্যোগে ৩১ মে ২০২১, সোমাবর ইউরোপ সময় দুপুর ২ টা, যুক্তরাজ্য সময় দুপুর ১টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা, যুক্তরাষ্ট্র সময় সকাল ৮টা, সৌদি আরব সময় দুপুর ৩ টায় নিজ বাসস্থান থেকে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ভার্চুয়াল মাধ্যম ZOOM এ অনুষ্ঠিত হবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন, ফ্রান্স বিএনপি’র সভাপতি সৈয়দ সাইফুর রহমান, ফ্রান্স বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ তাহের।
ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্যগণ এবং বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বহির্বিশ্বে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ।
উক্ত ভার্চুয়াল সভা জুমে পরিচালনা করবেনমাসুদুর রহমান, অস্ট্রিয়া বিএনপি।
ভার্চুয়াল সভায় অংশগ্রহণের লিংক নিচে দেওয়া হলো:
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83763047308?pwd=NkJ4bTE1M0tGMjkySzlkUURtalNWZz09
Meeting ID: 837 6304 7308
Passcode: 061093