শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, আমেজ ও উৎসবমুখর পরিবেশ, তেমনই কুয়েতেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার কমতি নেই।
বুধবার স্থানীয় সময় রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে কুয়েত প্রবাসী নেতা মহাজোটের প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুলের আপেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
আবু বক্কর শিমুলের সভাপতিত্বে ও মোহাম্মদ সেন্টুর পরিচালনায় উক্ত নির্বাচনী প্রচারণা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল আলম লিটন, রাশেদুল ইসলাম, আমিনুর রহমান আমিন, মরতুজা মজিদ, রাজন আহমেদ, রোকনুজ্জামান রোকন, আব্দুল হাই মামুন,সহ অনেকে। বক্তব্য রাখেন, বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে নুরে আলম, মরতুজা মামুন,শাহীন,ইসমাঈল হোসেন, কামরুল ইসলাম,শাহ আলম ভুট্টো,শিপন বাবু, মোহাম্মদ আতিক হাসান,আজাদসহ শত শত পাপুল সমর্থকরা উপস্থিত ছিলেন।
কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামীলীগ কুয়েত শাখার আহবায়ক, সমাজসেবক, কমিউনিটি নেতা ও কুয়েতের বাংলাদেশী প্রিন্স নামে খ্যাত কাজী শহিদ ইসলাম পাপুল লক্ষীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) থেকে আপেল মার্কা নিয়ে মহাজোটের সমর্থনে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
কুয়েত প্রবাসীরা আশা করেন, প্রবাসীদের প্রিয় নেতা কাজী শহীদ ইসলাম পাপুল সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে তিনি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে পারবেন। তাই তাদের প্রত্যাশায় বুক বেধেছেন প্রিয় পাপুলকে জয়ী করতে। সবার মুখে একই স্লোগান পাপুল ভাইয়ের মার্কা আপেল মার্কা, পাপুল ভাইয়ের দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন মুখুরিত এখন কুয়েত বাংলাদেশীদের মাঝে।
কুয়েত প্রবাসীরা বলেন, কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কুয়েত আওয়ামীলীগের আহ্বায়ক কাজী শহীদ ইসলাম পাপুল তার নিজ এলাকা রায়পুর সহ প্রবাসীদের স্বার্থে অনেক উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেছেন। তার জন্য ভোট চেয়ে ও দোয়া চেয়ে সভা শেষ হয়।