জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ১৮ আগস্ট ২০১৮ শনিবার ইউনিটি অফ শরীয়তপুর প্রবাসী ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত করেছে ।
এসোসিয়েশনের সকল কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সাধারণ সদস্যদের উপস্থিতি ছাড়াও বিভিন্ন সংগঠনের লোকজন এর উপস্থিতি ছিল নদী ভাঙ্গা নয় যেন হৃদয় ভাঙ্গা এক মানবতার অংশ ।
বছরের পর বছর ধ্বংস হওয়া নড়িয়া, জাজীড়া সহ শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গা রোধে আজও এগিয়ে আসেনি সরকারী কোন তহবিল কিংবা এগিয়ে আসেনি কোন সংস্থা থেকে । তাই পদ্মার প্রবাহমান সময়কে গুরুত্ব দেওয়ার অনুরোধ প্রবাসী শরীয়তপুর ছাড়াও সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক মহলের এবং একটাই মিলিত আওয়াজ বাঁচাও শরিয়তপুর, বাঁচাও দেশের পদ্মায় ভাঙ্গা অসহায় গৃহহীন মানুষ, হাজার হাজার শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস ও দেউলিয়া হয়ে যাওয়া স্বজনদের ।
আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠানে বক্তৃতা করেন সাত্তার মাদবর, জসিমুদ্দিন তালুকদার, রমিজুদ্দিন বেপারি, দুলাল হোসেন ঢালি, আবুল বাসার খোকন, স্বপন ছাড়াও সাংবাদিক মহিতুর রহমান বাবলু, ইতালিয়ান বাংলাদেশি ইউকে অর্গানাইজেশনের সভাপতি সেলিম চৌধুরী, অল ইউরোপিয়ান বাংলাদেশি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হাসান সহ অনেকে।
বক্তারা শরীয়তপুরবাসীর জনগণ হয়ে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা হস্তক্ষেপ কামনা করেন।
দ্রুত নদী ভাঙ্গন রোধে বাধ নির্মান, বেড়ীবাঁধের জন্য মানব বন্ধন এবং প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারক লিপি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবারো পাঠানো হবে বলে বক্তারা বলেন ।