খলিল চৌধুরী: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের প্রবীণ আয়ুর্বেদীক চিকিৎসক ও সমাজসেবক হেকীম এমদাদুল হক চৌধুরীর আজ কোলখানী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী আমিরাবাদ মাষ্টার হাট বসতআলী মুন্সী বাড়ীর নিজ বাড়ীতে খতমে কোরাআন, কবর জেয়াফত ও মেজবান আয়োজন করছেন। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১১-টার সময় চট্টগ্রাম নগরীর নিজ বাসায় এমদাদুল হক চৌধুরী ইন্তেকাল করেন।
প্রয়াত হেকীম এমদাদুল হক চৌধুরী সৌদিআরবের জেদ্দা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম আরিফুল হক চৌধুরী শ্রদ্ধেয় পিতা।
আরিফ চৌধুরীর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেন লোহাগাড়া উপজেলা বিএনপি সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এনামুল হক এনাম, হক হজ্ব কাফেলা চেয়ারম্যান মাহমুদুল হক পেয়ারু, আমিরাবাদ গোলামবারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার অলিউল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি আবু সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুশুক্কুর, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন মেম্বার।
এছাড়াও মক্কা প্রাদেশিক বিএনপি সভাপতি এমএ হেলাল সিআইপি, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব আহবায়ক আব্বাস উদ্দিন, সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী, ভারপ্রাপ্ত আহবায়ক কুতুব উদ্দিন ও যুগ্ম-আহবায়ক এনামুল হক, তারেক আজিজ চৌধুরী, লোকমান হাকিম, শেখ আবদুল আজিজ ও এস.এম আবু তাহেরসহ রাজনৈতিক, সমাজিক সংগঠনসহ বিভিন্ন মহল পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা বলেন, হেকীম এমদাদুল হকের মৃত্যুতে আমরা প্রবীণ আয়ুর্বেদীক চিকিৎসক ও একজন সমাজসেবকে হারিয়েছি।