ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে অপারেটর ক্লিন কোম্পানিতে কর্মরত ৮৩ জন প্রবাসী বাংলাদেশি কর্মী যাদেরকে দুইটি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে; তাদেরকে লেবানন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের Disaster Risk Management unit এর ব্যবস্থাপনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিও সর্বোচ্চ সহযোগিতায় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করায় বৈরুত বাংলাদেশ দূতাবাস ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিয়েছে। পবিত্র ঈদুল ফিতর ঈদের দিন থেকে তাদেরকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করছেন বলে দূতাবাসের ফেসবুক পেইজে আজ জানানো হয়। দূতাবাস যেই সকল খাদ্য সামগ্রী সহায়তা করছে তাহা হল: (১) রসুন ২৪ কৌটা (গুঁড়া), ( ২) রসুন ৫ কেজি (আলাদা), (৩) জিরা ২৪ কৌটা (গুঁড়া), (৪) আদা ২৪ কৌটা (গুঁড়া), (৫) হলুদ ১০ কেজি (১ কার্টুন), (৬) মরিচ ১০ কেজি (১ কার্টুন), (৭) কারী মসলা ২৪ কৌটা (১ কার্টুন), (৮) ধনিয়া ৬ কেজি (১ কার্টুন) (৯) টেষ্টি সল্ট ৫ প্যাকেট, (১০) তেজপাতা ২০ প্যাকেট, (১১)

পাঁচ ফোড়ন ২৪ কৌটা (১ কার্টুন) (১২) দুধ ৪০০ গ্রাম (২০ প্যাকেট) (১৩) কিসমিস ২০ প্যাকেট, (১৪) বাদাম ৬ প্যাকেট, (১৫) নারিকেল গুঁড়া ২ কেজি, (১৬) সেমাই ৯৬ প্যাকেট, (১৭) সরিষার তেল ২৪ বোতল ৫০০ গ্রাম (১ কার্টুন) (১৮) কাঁচা মরিচ ১০ কেজি, (১৯) দারচিনি / লবঙ্গ / মসলা, (২০) তেল ৬০ কেজি, (২১) ২০০ কেজি চাল, (২২)আলু ৬০ কেজি, (২৩) মসুরের ডাউল ৩০ কেজি, (২৪) পানি ১০০ গ্যালন, (২৫) চিনি ১০ কেজি, (২৬) পেঁয়াজ ৫০ কেজি। এছাড়া আরও রয়েছে: (২৭) প্লাস্টিকের প্লেট ২৩০০ টি, (২৮) প্লাস্টিকের চামচ ৪২০০ টি, (২৯) প্লাস্টিকের কাঁটা চামচ ৪২০০ টি, (৩০) টিস্যু বক্স ২০০ টি, (৩১) পানির গ্লাস ৪২০০ টি, (৩২) ১০০ টুথ ব্রাশ ও পেস্ট দেয়া হয়। দূতাবাস প্রথম দিন থেকেই তাদের সেবায় খাদ্য তৈরীর জন্য ০৩ জন বাবুর্চি নিয়োগ দিয়েছে। এছাড়াও বৈরুতে আল বস্তা এলাকায় লকডাউনকৃত ভবনেও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানায় দূতাবাস। এমন মানবিক সহযোগিতায় লেবানন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের Disaster Risk Management unit এর ব্যবস্থাপনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিওকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানায় দূতাবাস।