ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: দেশে বিদুৎখাতে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ সভা করে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি।
লেবানন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরামের সভাপতিত্বে ও দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শুভেচ্ছা বক্তব্যে ছিলেন সেক্রেটারী জেনারেল আমিনুল ইসলাম আইমান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা মজিবর হক মজিব ও বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা সদস্য আমির হোসেন কলিম, জাকির হোসেন জাকির, সহ সভাপতি আবদুল কাদের, সহ সভাপতি ও যুবদলের সভাপতি সৈয়দ আলম।
সে সময় বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক আরমান হোসেন আমান, সহ সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক জিএম সুমন, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকারসহ কোষাধ্যক্ষ সম্পাদক নুরুজ্জামান নুর।
সভায় বক্তারা আব্দুর রহিম ও নুরের আলমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন, দেশ সিংগাপুরের পথে এগুচ্ছে বললেও বাস্তবতায় শ্রীলঙ্কার ন্যায় আকার ধারণ লক্ষ্য করা যাচ্ছে। দেশ বর্তমানে অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকারের প্রতিবাদ করায় এই সরকারের পুলিশ বাহিনী আমাদের ভাই নূরে আলম ও আব্দুর রহিমের জীবন কেড়ে নিয়েছে।
জনগণের প্রতি ক্ষমতাসীন সরকারের কোন দায়বদ্ধতা নেই। জবাবদিহিতা না থাকায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি-লুটপাটের মহোৎসব চলছে। এই কারণে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে মহাবিপর্যয় নেমে এসেছে। টাকার বিপরীতে ডলারের দাম প্রতিনিয়ত বাড়ছে। সরকার লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রাখার পর এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। আব্দুর রহিম ও নুরের আলমকে হত্যায় জড়িতদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান তারা।
প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার সভাপতি রেদোয়ান রাকিব খানের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল প্রতিবাদ সভার যোগদান করে।
অবশেষে আব্দুর রহিম ও নুরে আলমের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকাহত পরিবারের শান্তিতে বিশেষ দোয়া করা হয়েছে।