ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননের বিভাগীয় শহর জুনিতে একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে রাসেল মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ৫ মে, ২০২০ মঙ্গলবার লেবাননের বিভাগীয় শহর জুনিতে মালাব আল জেসার সংলগ্ন একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।নিহত রাসেল মিয়া সিলেট জেলা, বিশ্বনাথ উপজেলা, গোরামগুল গ্রামের করিম মিয়ার ছেলে। জানা যায়, জীবন -জীবিকার তাগিদে গত দুইমাস আগে রেস্টুরেন্টের ভিসা নিয়ে লেবাননে আসে নিহত রাসেল। এরপর থেকেই জুনি এলাকায় জেসার আল মালাব সংলগ্ন ওই বিল্ডিংয়ে বসবাস করতেন। গত ২ মে, ২০২০ থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে নিখোঁজের তিনদিনের মাথায় আজ সকালে ওই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তার মৃত্যুর কারণ বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। বর্তমানে রাসেল মিয়ার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে।