ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন থেকে: দীর্ঘ দু’সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন মোহাম্মদ পলাশ নামে এক রেমিট্যান্সযোদ্ধা। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের মোক্তার হোসেন এর ছেলে পলাশ। প্রস্রাবের রাস্তা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
চোখে রঙিন স্বপ্ন আর পরিবারের সচ্ছলতার আনার আশা নিয়ে লেবাননে আসেন পলাশ। তার সে স্বপ্ন আজ স্বপ্নই রয়ে গেল। ৬ বছর আগে রোড ক্লিনারের ভিসায় লেবানন আসেন। তিন বছর বৈধভাবে কাজ করলেও পরবর্তীতে অবৈধ হয়ে পড়েন। গত দুই সপ্তাহ জুড়ে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বাঁচার আকুতি করেছিলেন সেই রেমিট্যান্সযোদ্ধা।

লেবানন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলামের প্রচেষ্টায় এবং লেবাননে একটি এনজিও সংস্থার সার্বিক সহযোগিতায় বৈরুত রফিক হারিরি হাসপাতালে দীর্ঘ দু’সপ্তাহ যাবত চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের মরদেহ বর্তমানে ঐ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
তার মৃত্যুতে লেবানন কমিউনিটিসহ দেশের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে নিহতের মরদেহ দ্রুততম দেশে প্রেরণ করা জন্য লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়।