ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: লেবানন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, আগামী বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বাংলাদেশ দূতাবাস, বৈরুত এর উদ্যোগে এবং ইউনিফিল এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টীম -এর সহযোগিতায় লেবানন প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের আয়োজন করা হয়েছে।
সেবা প্রদানের সময়সূচী লেবানন বাংলাদেশ দূতাবাস, রোজ বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি ২০১৯, সময় বিকাল ০২:৩০ মিনিট হইতে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত এ সেবা চলবে। ঐদিন নিদিষ্ট সময়ে দূতাবাসে উপস্থিত হয়ে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করার জন্য আগ্রহী সকল প্রবাসী বাংলাদেশি ভাই- বোনদেরকে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এ সেবা গ্রহণে ইচ্ছুক সকলকে দূতাবাসের হটলাইন নাম্বার ৭০/৬৩৫২৭৮ -এ টেলিফোন করে অথবা whatsapp message দিয়ে নাম রেজিষ্ট্রেশন করারও অনুরোধ জানিয়েছেন।