ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ৩১ মার্চ রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৈরুতের সালেম সালাম এলাকার আল মোসাব্বিহ জামে মসজিদের হল রুমে এই আয়োজন করা হয়।
লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু ও যুগ্ম সম্পাদক আলমগীর ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি সুফিয়া আক্তার বেবী, সহ সভাপতি মোহাম্মদ আলী, , জামাল হোসেন, তাইজুল ইসলাম, রুহুল আমীন, লেবানন শ্রমিক লীগের সভাপতি ওসমান গনী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পাশাপাশি অত্র অনুষ্ঠান থেকে ঢাকার অগ্নি কান্ডের দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদেনা জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মহসিন মৃধ্যা, দপ্তর সম্পাদক শাহিন মির্জা, হাইছাড়া শাখার সভাপতি মোহাম্মদ শুভ, সহ সভাপতি নাজমুল ভূইয়া, মনসুরিয়া শাখার সভাপতি আনোয়ার হুসেন, সহ-সভাপতি মোঃ লালন, মোঃ রায়হান, সাংগঠনিক সম্পাদক লালন ফকির, মাজরা টিসু শাখার প্রচার সম্পাদক নূর আলম, মারিলিয়াস শাখার সাংগঠনিক সম্পাদক আলামিন, আলবুরুজ শাখার সাধারন সম্পাদক লিটন মিয়া ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।
বক্তব্যের শুরুতে নেতৃবৃন্দ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক নেতৃত্বে ইতিহাস তুলে ধরেন। রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, লেবাননে দালালদের দৌরাত্ম কমে গেছে। দালালদের ধোঁকা থেকে বাঁচতে লেবানন গমনিচ্ছুকদের সরকারী নিয়মনীতি মানার পরামর্শ দেন। তবে জেনে শুনে কেউ দালালদের ক্ষপ্পরে পড়লে তার জন্য কেউ দায়ী থাকবেনা। যদি কোন দালাল পুরুষদের জন্য ১ লাখ ১৮ হাজার টাকার বেশী ও মহিলাদের কাছে কোন টাকা দাবি করে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
অনুষ্ঠানে লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবুল মিয়ার স্বদেশ গমন উপলক্ষে নেতৃবৃন্দ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জাকির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ মোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম হাজারী, মাজরা টিসু শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, মহিলা সম্পাদিকা সাথী আক্তার, মারিলিয়াস শাখা কমিটির প্রধান উপদেষ্টা সেলিম মিয়া, সভাপতি সোহাগ রাজ, শ্রমিক লীগের উপদেষ্টা মোঃ সিরাজ, সভাপতি ওসমান গণি ও মহিলা সম্পাদিকা শেফালী বেগম সহ অনেকে। এছাড়া সকল শাখা কমিটির নেতৃবৃন্দ ও লেবাননে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।