ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ১১ ডিসেম্বর ২০১৮ বাংলাদেশ দূতাবাস বৈরুত, লেবানন এক জরুরী নোটিশে জানিয়েছে যে, দেশে ফেরত যাওয়ার জন্য দূতাবাসে যারা আবেদনকৃত এবং ক্লিয়ারেন্সপ্রাপ্ত নিন্মোক্ত সিরিয়ালধারী ৭ জনের সঙ্গে বারংবার চেষ্টা করেও দূতাবাস থেকে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা।
এমতাবস্থায় নিন্মোক্ত সিরিয়ালধারী ৭ জন বাংলাদেশি নাগরিকদেরকে আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে দূতাবাসে স্বশরীরে উপস্থিত হয়ে বা দূতাবাসের টেলিফোন নাম্বারে যোগাযোগ করে দেশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য শেষবারের মত অনুরোধ জানিয়েছ দূতাবাস। অন্যথায় তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে দূতাবাসের দায়- দায়িত্ব থাকবেনা বলেও জানিয়েছে দূতাবাসের এ নোটিশে।
৭ জনের পরিচয়- ১. মো: মুকবুল হোসাইন, পিতা- মনসুর আলী খান, মাতা- রাবেয়া খাতুন, সিরিয়াল নম্বার- ৩৪, ঠিকানা- কারখানা, বাউফল, পঁটুয়াখালী।
২. রোজিনা খাতুন, পিতা/স্বামী- আজাদ শেখ, মাতা- জামিনা ইসলাম
সিরিয়াল নম্বর- ১০৮, ঠিকানা- খাগরা, নঁওগা সদর, নঁওগা।
৩. মোসা: রাহেলা খাতুন, পিতা/স্বামী- আবু কালাম, মাতা- কুহিনুর, সিরিয়াল নম্বর- ১৩৬+বাচ্চা, ঠিকানা- চর কামার, কাপাসিয়া, গাজিপুর।
৪. শাহ আলম, পিতা- দুলাল, মাতা- সাজেদা বেগম, সিরিয়াল নম্বর- ১৫৪, ঠিকানা- মুকুন্দি, রাফারদিয়া, দাউদকান্দি, কুমিল্লা।
৫. মো: হৃদয় হোসাইন রাব্বি, পিতা- মো: কামাল উদ্দিন, মাতা- শিরিন আক্তার, সিরিয়াল নম্বর- ৩৩৯, ঠিকানা- অলিপুর, মিরদার হাট, নোয়াখালী।
৬. রিমা খাতুন, পিতা/স্বামী- ইলিয়াস, মাতা- রেশমা বেগম, সিরিয়াল নম্বর- ৩৭৫
ঠিকানা- মহারজপুর, মুকসেদপুর, গোপালগঞ্জ।
৭. এনায়েতুল, পিতা- সাঈদ জামান, মাতা- মাছুমা আক্তার, সিরিয়াল নম্বর- অসুস্থ, ঠিকানা- কুঁটি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।