ওয়াসীম আকরাম, বৈরুত লেবানন প্রতিনিধি:
লেবাননের আমশিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সেন্টু মুন্সি (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পীরের চর গ্রামের সিরাজুল ইসলাম ছেলে। সেন্টু মুন্সি ঔ এলাকায় আইপিটি নামে একটি পেট্রোল পাম্পে চাকরি করতেন। গত ২ আগস্ট, ২০২০ রবিবার নিজ বাসায় তার মৃত্যু হয়। জানা যায়, রবিবার আনুমানিক রাত ৮ টার দিকে সেন্টু মুন্সি কাজ থেকে বাসায় ফিরে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। তার এমন অবস্থা দেখে রুমের অন্যান্য সদস্যরা মালিককে ফোন করলে মালিক এসে তাৎক্ষনিক অ্যাম্বুলেন্স খবর দেন এবং স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টুকে মৃত ঘোষণা করে। চিকিৎসক জানান, হৃদক্রিয়া বন্ধ হয়ে অনেক আগেই সে মারা গিয়েছে। বুকভরা আশা নিয়ে গত নয় মাস আগে পেট্রোল পাম্পের ভিসায় লেবাননে এসেছিলেন সেন্টু। সেই আশা তার পূরণ হলনা, চলে যেতে হল না ফেরার দেশে। সেন্টু মুন্সির মৃত্যুতে পরিচিত মহলে নেমে আসে শোকের ছায়া এবং দেশের বাড়িতে তার মৃত্যুর খবর জানাজানির পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। তিনি বিবাহিত ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন।