ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ১৫ অক্টোবর সোমবার ভোর ৬ ঘটিকায় বৈরুতের পাশে আইন আল রোমানী এলাকায় লেবানন জেনারেল সিকিউরিটি পুলিশ ৫টি বিল্ডিং তল্লাশি চালিয়ে প্রায় ৪০ জন নারী পুরুষসহ শিশু গ্রেপ্তার করে। এদের মধ্যে ৮/১০ জনের আকামা থাকায়ও গ্রেপ্তার করে নিয়ে যায়। বাকী সব অবৈধভাবে বসবাসকারী।
ধারণা করা হচ্ছে কোন লেবানিজ বাংলাদেশিদের ঝগড়া – বিবাদ বা বাংলাদেশি খাওয়ার তৈরির সমস্যা কারণ হিসাবে হয়তো থানায় অভিযোগ এনেছিল তার কারনেই এমন অভিযান চালিয়েছে বলে জানান প্রবাসীরা।
এমন অভিযানে আকামা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফেরত যেতে হবে। যদি কারো মালিক শক্তিশালী হয় হয়তবা ২/১ জন বাহির হইতে পারবে। গ্রেপ্তারকৃতদের এখানে দেখানো হবে অপকর্মের জড়িত। এই পরিস্থিতিতে প্রবাসীদের নিজেদের চলাফেরায় নিজেরাই সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।