ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ১৭ মার্চ রোববার লেবাননে বৈরুতের সাবরা মদিনা রিয়াদিয়ায় বসবাসরত ঢাকা বিভাগীয় প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা করেছেন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম লেবানন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অত্র সংগঠনের মূল কার্যক্রম তুলে ধরেন এবং প্রবাসীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
সংগঠনের প্রধান আহবায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে ও আহবায়ক সদস্য সাংবাদিক জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বাবুল মুন্সি, আহবায়ক সদস্য আব্দুল হালিম, হাবিবুর রহমান, সোহেল মিয়া, প্রীতি আক্তার, জামাল হাসান, সৈয়দ আলম, মনির হোসেন, মোবারক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনটি বৃহত্তর ঢাকার নামে নামকরণ হলেও এটি একটি সামাজিক সংগঠন। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য অসহায় প্রবাসীদের সেবা দেয়া। বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় প্রবাসীরা, তারা সংগঠনটিকে স্বাগতম জানান এবং যে কোন সহযোগীতারও আশ্বাস দেন।