ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে সরকার বিরোধী আন্দোলনের জেরে, সাধারণ প্রবাসীদের চিন্তা করে পূর্ব ঘোষিত জাতীয় সিপাহী বিপ্লব দিবস ও সংহতি দিবস উপলক্ষে ১৭ নভেম্বরের কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ জাতীবতাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটি।
গণমাধ্যমে পাঠানো লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননের বর্তমান চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্বিগ্ন। এমতাবস্থায় লেবাননের পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির ঘোষিত জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে লেবানন বিএনপির অন্তর্ভূক্ত সকল শাখা কমিটি, অঙ্গ সংগঠন যুবদল, সহযোগী সংগঠন শ্রমিকদলসহ সকলকে লেবাননের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত দলের সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এছাড়া দলীয় নির্দেশনার বাহিরে কেউ যদি দলীয় কর্মসূচী গ্রহণ করেন, উক্ত কর্মসূচী বাস্তবায়নে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে, লেবানন বিএনপি তার দায়ভার গ্রহণ করবেনা বলেও বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়।
এবিষয়ে লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানান, লেবানন বিএনপি পূর্ব ঘোষিত ১৭ নভেম্বর ২০১৯ রোববার দলের একটি কর্মসূচি ছিল। কিন্তু লেবাননের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা ইতিমধ্যেই দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিত ঘোষণা করি। লেবানন বিএনপির সকল শাখা কমিটি, অঙ্গ সংগঠন যুবদল, সহযোগী সংগঠন শ্রমিক দলসহ সকল নেতাকর্মীদেরকে সকল রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ প্রধান করা হয়েছে।
তিনি আরো বলেন, এমতাবস্থায় লেবানন বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি সুবিধাবাদী মহল উঠে পরে লেগেছে। শুনেছি লেবানন বিএনপির নাম ব্যবহার করে একটি পক্ষ অনুষ্ঠান করতে যাচ্ছে। খবর নিয়ে জানতে পেরেছি তারা বিএনপির কেউ নয়। সেখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিছু দলের বিদ্রোহ নেতা এবং কিছু বহিস্কৃত নেতা। লেবানন বিএনপির অর্জিত সুনাম ধ্বংস করতে তারা বহিরাগত কিছু লোক দিয়ে ১৭ নমেম্বর অনুষ্ঠান করতে যাচ্ছে। লেবানন বিএনপির তাদের কর্মসূচীর অনুমতি দেয়নি।